• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশের শহীদ মিনারের আদলে করা কলকাতার পূজামন্ডপ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

এবারের শারদীয় দূর্গা পূজায়, কলকাতার একটি এলাকায়, পূজামণ্ডপ তৈরীর ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। এই পূজামণ্ডপের প্রবেশদ্বার তৈরি করা হয়, বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের আদলে।

কলকাতাতেও বর্তমানে হিন্দি ভাষার চাপে, আমাদের বাংলা ভাষা তার অস্তিত্ব সংকটে ভুগছে। এই জোর করে চাপিয়ে দেওয়া অফিশিয়াল হিন্দি ভাষার প্রতিবাদে, এই এলাকার মানুষ সম্মিলিতভাবে, আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক, বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের আদলে পূজামণ্ডপের প্রবেশদ্বার তৈরীর সিদ্ধান্ত নেয়।

এর উদ্দেশ্য ছিল দর্শনার্থীদের মনে করিয়ে দেয়া, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণের ভাষা। এবারের শারদীয় দুর্গোৎসবে এই পুজো মণ্ডপের থিম ব্যাপক জনপ্রিয়তা পায়।