• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বাস-ট্রাকের সংঘর্ষে রংপুরে আহত ১৫

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

রংপুরে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর-মিঠাপুকুর মহাসড়কের দমদমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বাসচালক ছিলেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা রমেকে চিকিৎসাধীন।

রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার খুরশিদ আলম জানান, সকালে নগরীর মর্ডান মোড় থেকে তুহিন পরিবহনের একটি বাস যাচ্ছিল। বাসটি দমদমা সেতুর কাছে পৌঁছালে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১২ যাত্রীসহ দুই চালক আহত হন।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় বাস ও ট্রাকের দুই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসচালক মারা যান। এছাড়া আহত বাসযাত্রী পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মী জান্নাতুন নাহারসহ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সংঘর্ষের পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান জানান, বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।