• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিএনপির শীর্ষ পর্যায়ে স্থান করে নিয়েছেন হাইব্রিড নেতারা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ ও মনোবাসনা পূরণ করে দলের শীর্ষ পর্যায়ে স্থান করে নিয়েছেন হাইব্রিড নেতারা। এর ফলে কোণঠাসা হয়ে পড়েছেন দলের ত্যাগী নেতারা।

সম্প্রতি মাঠ কাঁপানো শীর্ষ ও প্রভাবশালী নেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তারা বলেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় বিএনপির বড় একটি অংশ অর্থাৎ আমরা নিষ্ক্রিয় হয়ে পড়েছি।

তারা আরো বলেন, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের মতো ত্যাগী নেতারা আজ উপেক্ষিত।

দলীয় সূত্র থেকে জানা গেছে, তারেক রহমানের একক সিদ্ধান্তের জন্য দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন বিএনপির ত্যাগী নেতারা। প্রকৃত রাজনীতিবিদদের বাদ দিয়ে হাইব্রিড ও ব্যবসায়ী নেতাদের মূল্যায়ন করা হচ্ছে। এসব কারণে দলের অনেক জ্যেষ্ঠ নেতা বিএনপি বিমুখ হয়ে পড়েছেন। প্রতিনিয়তই দলের জ্যেষ্ঠ নেতাদের অভাবে দুর্বল হয়ে পড়ছে দলীয় শক্তি। এতে হতাশায় রয়েছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, রাজনীতিতে ব্যবসায়ীদের কাছে আমরা হেরে যাচ্ছি। দলের ক্ষমতা আজ টাকার কাছে বিক্রি হচ্ছে। হাইব্রিড ও ব্যবসায়ীদের প্রভাবে দলে টিকে থাকাটাই এখন কঠিন হয়ে পড়েছে।