• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক প্রথম আলোর তারেক মাহমুদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) বরাবর স্বীকৃতি দিয়ে আসছে ক্রীড়াবিদ ও সংগঠকদের। তবে গত ৩ বছর ধরে ক্রীড়া সাংবাদিক ও লেখকদের স্বীকৃতি প্রদান শুরু করে সংগঠনটি।

তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক হয়ে ম্যাক্স-বিএসপিএ নাইটের সবচেয়ে বড় পুরস্কার তওফিক আজিজ খান ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর হেড অব স্পোর্টস তারেক মাহমুদ।

শনিবার রাজধানীর ফারস হোটেলের সিন্দুরপুর হলে জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিএসপিএ বর্ষসেরা পারফর্মার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা।

এবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা পেয়েছেন দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল-আমীন ও তালহা বিন নজরুল।

সেরা ফিচার রিপোর্ট বা ডকুমেন্টারির জন্য রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সাদমান সাকিব।

বর্ষসেরা সিরিজ রিপোর্টের পুরস্কার আব্দুল হামিদ ট্রফি পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম।

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ আরো একটি পুরস্কার জিতেছেন। বর্ষসেরা এক্সক্লুসিভ রিপোর্টের জন্য বদি-উজ-জামান ট্রফি পেয়েছেন তিনি।

দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ বর্ষসেরা সাক্ষাৎকারের জন্য পেয়েছেন আতাউল হক মল্লিক ট্রফি।

স্পোর্টস ফটোগ্রাফির বর্ষসেরা পুরস্কার বদরুল হুদা চৌধুরী ট্রফি গেছে ডেইলি স্টারের স্টাফ ফটোগ্রাফার ফিরোজ আহমেদের হাতে।

বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের শেষ দিকে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

পুরস্কার জয়ীদের তালিকা

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা: আল-আমীন ও তালহা বিন নজরুল।

তওফিক আজিজ খান ট্রফি (বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক): তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো।

রণজিৎ বিশ্বাস ট্রফি (বর্ষসেরা ফিচার রিপোর্ট/ডকুমেন্টারি): সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোর।

বিএসপিএ বর্ষসেরা পারফর্মার: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ।

আব্দুল হামিদ ট্রফি (বর্ষসেরা সিরিজ রিপোর্ট): রাহেনুর ইসলাম, সিনিয়র সাব-এডিটর, দৈনিক কালের কণ্ঠ।

বদি-উজ-জামান ট্রফি (বর্ষসেরা এক্সক্লুসিভ রিপোর্ট): তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো।

আতাউল হক মল্লিক ট্রফি (বর্ষসেরা সাক্ষাৎকার): মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ।

বদরুল হুদা চৌধুরী ট্রফি (বর্ষসেরা স্পোর্টস ফটোগ্রাফি): ফিরোজ আহমেদ, স্টাফ ফটোগ্রাফার, ডেইলি স্টার।