• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

বিক্ষোভ ও সড়ক অবরোধ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীর জলঢাকায় মহান বিজয় দিবসকে নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ফয়সাল মুরাদ ধৃষ্টতামূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। স্বাধীনতার স্বপক্ষের সকল সংগঠনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহবায়ক আসাদুজ্জামান ষ্টালিনের সভাপতিত্বে বুধবার সকালে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান,জাসদ সভাপতি অধ্যক্ষ আজিজুল ইসলাম,উপজেলা পরিষদের পদত্যাগকৃত ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ।

উল্লেখ্য গত, ১১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা’র অফিস কক্ষে তার উপস্থিতিতে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাদের সঙ্গে মহান বিজয় দিবসকে নিয়ে ধৃষ্টাতামূলক বক্তব্য দেন। পরে ৬ জনের নাম উল্লেখ করে অঞ্জাত ২০-২৫ জনের নামে জলঢাকা থানায় একটি সাধারন ডায়েরি করেন,সাবেক পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মানিকুজ্জামান মানিক(জিডি নং ৫০৪,তারিখ-১১/১২/১৮ইং। সমাবেশে জামায়াত নেতা ফয়সাল মুরাদসহ অভিযুক্ত সকলের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা। এর আগে প্রায় ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেন উপস্থিত স্বাধীনতার স্বপক্ষের লোকজন।