• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বিজিবি-বিএসএফ’র মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

বিজিবি-বিএসএফ’র মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া এবং বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরকে বালেরাও একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়।

বিএসএফ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন ক্যাম্পের জন্য ৬ প্যাকেট মিষ্টি উপহার দেন। আর বিজিবি ৭ প্যাকেট মিষ্টি উপহার দেয়।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরকে বালেরাও বলেন, ‘আজ  (রবিবার) আমাদের ৭১তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দু’পক্ষের মধ্যে যাতে সম্পর্ক আরও বৃদ্ধি পায় সেজন্য মিষ্টি উপহার দেওয়া হয়ে থাকে।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া বলেন,  ‘ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে বিজিবি ও বিএসএফের মাঝে সব সময় যেন সুসম্পর্ক থাকে সেজন্য দু’দেশের জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’