• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে প্রস্তুতিমূলক সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

করোনা ভাইরাসের কারণে এ বছর বিজয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত পরিসরে করবে নীলফামারী জেলা প্রশাসন। গত বছরের মতো কুচকাওয়াজ ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজনও করা হবে না।
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন পালনের কর্মসুচি গ্রহনের প্রস্তুতি সভায় বুধবার (২ ডিসেম্বর/২০২০) জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, পু®পার্ঘ্য অর্পণ, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করা হবে। এরপর স্বাস্থ্যবিধি মেনে চৌরঙ্গী মোড়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো, কালেক্টরেট সভাকক্ষে জুমে আলোচনা, বাদ জোহর  সকল  মসজিদে দোয়া, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা, জেলখানা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হবে। 

এছাড়া নীলফামারীতে বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি আগামী ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবসটি সামাজিক নিরাপত্তা মেনে পালন করা হবে।  

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ নীলফামারীর উপ-পরিচালক আব্দুর মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জোনাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সহ জেলা বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা প্রমুখ।