• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিজয় দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার প্রথম প্রহরে সমাধি সৌধের বেদিতে প্রথমে পুষ্পাঞ্জলি প্রদান করেন ডিসি শাহিদা সুলতানা। পরে এসপি সাইদুর রহমান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। বিজয়ের মুহুর্মুহু ধ্বনিতে উদ্বেলিত হয়ে ওঠে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স ।

এদিকে দুপুরে ১২ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।