• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিজয় দিবসে বীরগঞ্জ-কাহারোলসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এমপি গোপাল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বীরগঞ্জ-কাহারোলসহ দেশবাসীকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি উপরোক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের মরণ পণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে।

তিনি বলেন, বিজয়ের এ মাসে আমরা একাত্তরের সেই অকুতভয় লড়াকু সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, এ পতাকা এবং মানচিত্র। স্বাধীনতার স্বপ্নদ্রস্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেসব খুনিরা আজও পলাতক রয়েছে, তাদেরকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করাই হোক এবারের বিজয় দিবসের প্রত্যয়। বর্তমান সময়ে দেশের মধ্যে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের ইন্ধনে ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনসহ সবধরণের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে স্বাধীনতা পক্ষের সকল শক্তিকে। এর মাধ্যমে দেশে শান্তি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।