• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিজয়ের আনন্দে রঙিন সাজে রাজধানী ঢাকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

বিজয়ের রঙে জমকালো রূপে সেজেছে পুরো রাজধানী। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ভবনে করা হয়েছে আলোকসজ্জা। সন্ধ্যার পর পরই লাল সবুজের বিচ্ছুরণে বিমোহিত নগরবাসী। এসব আলোকসজ্জা বিজয়ের আনন্দকে আরো রঙিন করে তুলেছে।

প্রতিবছরের মতো এবারো সন্ধ্যার পর অন্য রকম আবহে জেগে উঠেছে ঢাকা। সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও সেজেছে বিজয়ের রঙে। মতিঝিল, সচিবালয়, সুপ্রিমকোর্ট ফার্মগেট, সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর, শাহবাগ, বাংলামটরসহ প্রায় সব এলাকায় করা হয়েছে আলোকসজ্জা। আলোর খেলায় তৈরি হয়েছে লাল সবুজের পতাকা ও মুক্তিযুদ্ধের চিহ্ন বহন করে এমন প্রতিক।

লাল সবুজের এমন বিমোহিত রূপ বিজয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়েছে সব শ্রেণির মানুষের। রফিক নামের এক রিকশাচালক বলেন, মতিঝিল আইজকা (আজকে) আলাদা লাগতেছে। বহুত (বহু) রঙের লাইট লাগাইছে। দেখতে ভালো লাগছে।

সাধারণ মানুষ বলছেন বিজয়ের রাতে এমন আলোকসজ্জা বর্তমান প্রজন্মকে ইতিহাস জানতে আগ্রহী করে তোলে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাতভর ঘুরে দেখবেন এ আলোকসজ্জা।