• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, সময়মতো তারা নিশ্চয়ই আবেদনপত্রের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। এখন হয়তো পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার অপেক্ষা। এ কাজটি খুবই সহজে সারতে পারেন অ্যাপের মাধ্যমে। 'অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট' নামের অ্যাপের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড সংস্করণের অ্যাপটির মাধ্যমে কোনো ভার্সিটির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ইত্যাদি দেখা যাবে। গুগলের প্লে স্টোর থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারেন।  

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। সারাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবেদনকারীদের অ্যাডমিট কার্ড প্রকাশের কাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই অ্যাপ থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম এবং কোন তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে বা হবে তা তুলে ধরা হলো। 

১. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- ডাউনলোড শুরু হয়েছে চলতি মাসের ১২ তারিখ থেকে। 

২. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)- ডাউনলোড শুরু হয়েছে অক্টোবরের ১২ তারিখ থেকে। 

৩. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)- ডাউনলোড শুরু এ মাসের ১৩ তারিখ থেকে। 

৪. মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজি (এমবাইএসটি)- ডাউনলোড শুরু ২৩ তারিখ থেকে। 

৫. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাস্ট)- ডাউনলোড শুরু আগামী ২৬ তারিখ থেকে। 

৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাস্ট)- ডাইনলোড শুরু আগামী মাসের ১ তারিখ থেকে।