• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বিরামপুরে মিনি ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুরের বিরামপুরের পল্লবী মোড় থেকে বৃহস্পতিবার ভোরে একটি মিনি ট্রাকসহ ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিরামপুর দক্ষিণ রেলগেট এলাকা থেকে ফেনসিডিল ভর্তি একটি মিনি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিরামপুর সার্কেলের এএসপি মিথুন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মিনি ট্রাকটিকে ধাওয়া করে। পরে শহরের পল্লবী মোড়ে ট্রাকটি রেখে সহকারীকে নিয়ে পালিয়ে যান চালক। এরপর পুলিশ ট্রাক তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ট্রাকের মালিক, চালক ও চালকের সহকারীর বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে।