• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিয়ে দিতে অস্বীকৃতি: চিরিরবন্দরে কিশোরের ‘আত্মহত্যা’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

পরিবারের কাছে বিয়ের বায়না ধরেন ১৭ বছর বয়সী সোহেল রানা। অল্প বয়সে বিয়ে দিতে অস্বীকৃতি জানান বাবা। এতে অভিমান করে রাতের আঁধারে নিজের পরনের শার্ট দিয়ে জামগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোহেল। বুধবার রাত ২টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল রানা ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় টাইলসমিস্ত্রি। বিষয়টি স্থানীয় অমরপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল সরকার নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান হেলাল সরকার জানান,‘সোহেল রানা বেশ কয়েক মাস ধরে পরিবারের কাছে বিয়ের জন্য বায়না ধরেন। বয়স অল্প হওয়ায় তাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান পরিবারের লোকজন। পরে বুধবার রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে থাকে। পরে বাড়ির পাশের জামগাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। রাতেই পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার বলেন, মূলত বাবা মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। সোহেল রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।