• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বিয়ের পরই শ্মশান যাত্রায় নীলফামারীর দীপক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

বিয়ের ঠিক একদিন পরই স্বপ্নময় জীবনের সমাপ্তি হলো নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সুবেন্দ্র নাথ রায়ের ছেলে দীপক চন্দ্র রায়ের (২৮)।

গত শুক্রবার (১২ জুলাই) বিয়ে ও বৌভাত সম্পন্ন করে গত শনিবার (১৩ জুলাই)। বিয়ে করে সংসার জীবনের অনেক স্বপ্ন দেখেছিলি কৃষক দীপক। কিন্তু বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিবার (১৪ জুলাই) চিরবিদায় নিতে হলো তাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একই ইউনিয়নের কিষামত জ্ঞানদাস কানাইকাটা গ্রামের জগদীশ চন্দ্র রায়ের মেয়ে কণিকা রাণী রায়কে(২১) বিয়ে করে দীপক। রবিবার সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় বাড়ির আঙ্গিনায় বৌভাতের আয়োজনের একটি বাল্ব জ্বলতে দেখেন। সেই বাল্বটি হোল্ডার থেকে খোলার সময় বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারায় দীপক।

তার এমন মৃত্যুর শোকে ওই নববধুসহ হতবাক পরিবারের সদস্যরা।

পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানান, ঘটনাটি বড়ই মর্মান্তিক। বিষয়টি একটি দুর্ঘটনা। পুলিশকে অবগত করে মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী বলেন, খোজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবারের পক্ষে থানায় কেউ অভিযোগ করেনি।’