• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বীরগঞ্জ উপজেলা কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দেড়টায় বীরগঞ্জ উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজনে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি এ্যডওর্য়াড হেমরমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সারোয়ার মুর্শিদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমবায় কর্মকর্তা এ.কে এম জাহাঙ্গীর আলম, সহকারী কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, রংপুর বিভাগীয় অ্যাডভোকেসি প্লাটফর্মের অফিসার পাপুন সরকার, উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সেন, দপ্তর সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের যুগ্ম সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ জিয়াউর রহমান জিয়া।