• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে মতবিনিময় সভা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০তম সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত সভা হয়েছে। সহযোগিতা কামনা করা হয়েছে। 

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মতবিনিময়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

১৯ অক্টোবর ২০১৯ শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি কনভেনার প্রাক্তন ছাত্র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা।

প্রোগ্রাম পরিচালক ও আফতাব উদ্দীন আহম্মেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদত হোসাইন ওয়েভসাইটে প্রোগ্রামের ধারনকৃত চিত্র প্রদর্শন করেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নির্বাহী সদস্য মোঃ শাহিনুর ইসলাম, সুভাষ দাস, আইয়ুবুল ইসলাম মিন্টু, প্রভাষক লতিফুর রহমান, প্রভাষক দেবাংশু দাস রানা, মেহেদি হাসান সুজন, আল শাহরিয়ার শোভন ও অন্যরা বক্তব্য রাখেন।

 আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদকর্মী স্বস্ব অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন  সাংবাদিক মোঃ আবেদ আলী, মাহাবুবর রহমান আংগুর, রতন কুমার ঘোষ পিযুষ, আরমান আলী,

বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ টুয়েন্টি ফোর অনলাইন পত্রিকার পরিচালক সহকারী অধ্যাপক নীল রতন সাহা নিপু, সাংবাদিক সিদ্দিক হোসেন, মোঃ নাজমুল ইসলাম মিলন, মোঃ মোশাররফ হোসেন, তৌফিক রেজা, রনজিৎ সরকার, সবুজ বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক উত্তম শর্মা, সহসম্পাদক বিকাশ ঘোষ, আব্দুল জলিল, প্রদীপ রায় জিতু, নাজমুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি বরেণ্য ব্যক্তিদের নিয়ে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালনের মাধ্যমে একটি ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান ছাত্র- ছাত্রীদের উপহার দেওয়ার ও সকলের সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেছেন।