• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে `জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯`-এর পুরষ্কার বিতরণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা-২০১৯ এর উপজেলা পর্যায় বাছাইয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা-২০১৯ এর উপজেলা পর্যায় বাছাইয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, প্রতিষ্ঠান হিসাবে ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক হিসাবে বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরিফুল ইসলাম, প্রধান শিক্ষিকা হিসাবে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসমাত আরা, সহকারী শিক্ষক হিসাবে ঝাড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মতিউল ইসলাম, সহকারী শিক্ষিকা হিসাবে বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারজানা রহমান, কাব স্কাউট হিসাবে কল্যাণী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরজিনা বেগম নির্বাচিত হয়।

উক্ত অনুষ্ঠানে  নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক সহ অন্যান্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন, বীরগঞ্জ ইউআরসি ইন্সট্রাক্টর এহতেশামুল, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী।