• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বীরগঞ্জে নিজেকে ওসি পরিচয় দেওয়া ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

দিনাজপুর পুলিশ সুপার মোঃ আবু সায়েমের দিক নির্দেশনায়, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেসের নেতৃত্বে, ডলার প্রতারক চক্রের ওসি পরিচয় দানকারী, সফি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন জানান, জনৈক রাসেলের নেতৃত্বে ডলার প্রতারক চক্রের ১০/১২ জনের একটি দল, গাইবান্ধা জেলার ইব্রাহীম, মাসুদ ও নজরুল নামের তিন ব্যক্তিকে, সোমবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের, সুজনের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারপিট করে ৬ লক্ষ ৬৪ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেয়।

নিরুপায় হয়ে প্রতারিতরা বীরগঞ্জ থানায় অভিযোগ করলে, থানা পুলিশ অভিযান চালিয়ে, মঙ্গলবার রাতে চন্ডীপুর গ্রামের, ডলার প্রতারক চক্রের ওসি পরিচয় দানকারী, সফি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।

গ্রেফতার করার সময় সফির ব্যবহৃত একটি মোটর সাইকেল (ডিসকভার), নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, ব্যাগ সহ উদ্ধার করা হয়। এব্যাপারে বীরগঞ্জ থানায়, গাইবান্ধা জেলার বেড়াসাঘাটা গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে, ১২জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তাং-১৭/০৯/২০১৯ইং। এক সাক্ষাৎকারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন বলেন, এধরনের প্রতারক চক্র সাধারণত বিপুল অর্থের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। তিনি প্রতারক চক্রের পাতানো ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ জানান।