• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জে  সরকারি কর্মচারীকে হুমকি, গণউপদ্রব ও মাদক সেবনের দায়ে ৩ জনের পৃথক পৃথক কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গণউপদ্রবের কারণে ১ ব্যক্তিকে এক বছরের কারাদন্ড ও মাদক সেবনের দায়ে ২ জনের ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের আব্দুল জলিল পুত্র বিএনপির সাবেক ইউনিয়ন সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক ১৪ অক্টোবর দুপুরে শতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সরকরী কাজে বাঁধাদান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদানকালে বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ ইয়ামিন হোসেন এর কার্যালয়ে নিয়ে আসে।

এসময় এলাকাবাসী আবু বকর সিদ্দিক এর বিরুদ্ধে ঝাড়বাড়ী বাজারে ভূমিহীনদের জমি দিবে বলে টাকা নেওয়া, রাস্তায় গণজমায়েত ও অস্থায়ী অফিস, বিদ্যালয়ে মিটিং, বাসায় ভুয়া তথ্য সেবা কেন্দ্র তৈরিসহ বিভিন্ন উপায়ে গণউপদ্রব মূলক কাজের কথা জানান। 

এব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট জাবের মোঃ সোয়াইব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোটে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৯ ও ২৯১ ধারা মতে আবু বকর সিদ্দিকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এসময় মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রট বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জাবের মোঃ সোয়াইব জানায়, এসব গণউপদ্রব কাজ না করার জন্য ইতিপূর্বে সতর্কমূলক নোটিশও করা হলেও আবু বকর সিদ্দিক এলাকাবাসীকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপদ্রব করে আসছিলো, তার বিরুদ্ধে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে।  অন্যদিকে মাদক সেমবের দায়ের বীরগঞ্জ পৌরসভার মাকড়াই গ্রামের মোঃ আব্দুল বারিকের ছেলে মোঃ হাসিনুর রহমান (১৯)ও একই এলাকার মোঃ আব্দুল কাদের ছেলে মোঃ রাহেল (১৯)কে পৃথক পৃথক ভাবে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।