• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বীরগঞ্জে যুব উন্নয়ন ক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পশ্চিম কালাপুকুর কৃষ্ণপুর গ্রামের একতা যুব উন্নয়ন ক্লাবের অফিসে ভাংচুর এবং অফিসে টাঙ্গানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা।

ক্লাবটির সভাপতি মোঃ আক্তারুল ইসলাম জানান, স্থানীয় অনুদান নিয়ে ক্লাব ঘরটি সংস্কারের কাজ চলছিল। কিন্তু ক্লাবের জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকাল ১০টায় দিকে একই এলাকার মৃত বজির উদ্দিনের ছেলে মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় মোজাম্মেলের ছেলে রাসেল, রায়হান ও রাহেনা ক্লাব ঘরের বেড়া দেশীয় অস্ত্র দা, কুড়াল ও বাসিলা দিয়ে কুপিয়ে ভাংচুর করে এবং তালা ভেঙে ভেতরে ঢুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছবি ছিঁড়ে ফেলে এবং আসবাবপত্র ভেঙে তছনছ করে। এবং তাদের হামলায় বাঁধা দেওয়ায় ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সহ কয়েকজন আহত হলে কবিরাজহাটে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনার পরে বীরগঞ্জ থানার এএসআই শহিদুল ইসলামের এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করে এবং এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।