• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বীরগঞ্জে রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের খুটি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের ১টি খুটি থাকারকারণে চরম বিপাকে পড়েছে এলাকাবাসি, বীরগঞ্জ পল্লীবিদ্যুতের অফিসে অভিযোগ দিয়ে এবং বারবার যোগাযোগ করে ফল পাচ্ছে না তারা। 

উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ফেনাপুকুর গ্রামের মাঝখান দিয়ে চলাচলের  একমাত্র রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের ১টি খুটি দাড়িয়ে থেকে জানান দিচ্ছে দেশে কি পরিমান দুর্নীতি হচ্ছে।

গত ৮ নভেম্বর সংবাদ পেয়ে সরেজমিনে গেলে, বিপথগ্রস্ত এলাকাবাসি জানায়, এই একটি খুটির জন্য আমরা গোটা ফেনাপুকুর গ্রামের ৭০টি বাড়ির বাসিন্দারা সিটমহল বাসির মত জীবন যাপন করছি। এমবুলেন্স,মাইক্রোরো,বাস,ট্রাক কোন কিছু আমাদের গ্রামে ঢুকতে পারেনা। সুধু রিকসা ভেন ঢুকতে পারে। যার কারণে রুগি আনা নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনে খুবই সমস্যা।

এলাকাবাসির পক্ষ্যে মো: দেলোয়ার হোসেন  জানান, গত ৩ এপ্রিল বীরগঞ্জ পল্লীবিদ্যুতের অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছি। অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে টাকা দিলে খুটি সরানো হবে, না দিলে খুটি সরানো হবেনা। 

এসময় স্থানীয় ইউপি সদস্য ভবেশ চন্দ্র রায় জানায়, রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের ১টি খুটির বিষয়ে  অভিযোগ দেওয়ার পরেও অজ্ঞাত কারণে অফিসের কর্মকর্তারা কোন পদক্ষেপ না নিয়ে খুটি সরাতে টাকা দাবি করেন। 

পল্লীবিদ্যু অফিসে যোগাযোগ করা হলে অফিস থেকে জানানো হয় পোল পরির্বতন বা সরানোর জন্য অফিসে নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে হয়। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নেই।