• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বীরগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মামুন(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া মাদ্রাসা মোড়ে মাদকদ্রব্য বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ১০০ গ্রাম গাঁজাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান এর নির্দেশে থানার এস আই  নজমুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া মাদ্রাসা মোড়ে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয় করার সময় ১০০ গ্রাম গাঁজাসহ নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন ইসলাম (৩০)কে আটক করা হয়। পরে বীরগঞ্জ থানার এস আই নজমুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে মামুন ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদককের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।