• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বীরগঞ্জে ১৯ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ১৯ লাখ টাকা ব্যয়ে ব্রীজ নিমাণ কাজের শুভ উদ্বোধন। গত শনিবার সন্ধ্যা ৭ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে নয়ন মেম্বারের বাড়ির পশ্চিমে বিন্যা কান্দর ইহসানুল হক সাহেবের জমির কোণায় ২৪ ফুট দৈর্ঘ্যের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার ও যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী সহ আরও অনেকে।