• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবি ভিসির দরজায় স্মারকলিপি সাঁটিয়ে দিলেন শিক্ষকরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নানাবিধ দুর্নীতি রোধে ২১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তাঁর দরজায় সাঁটিয়ে দিয়েছেন শিক্ষকরা। 

মঙ্গলবার দুপুরে ‘অধিকার সুরক্ষা পরিষদ’র নেতৃবৃন্দ  উপাচার্যকে না পেয়ে তাঁর অফিসের দরজায় স্মারকলিপি সাঁটিয়ে দেন। 

দাবিগুলি হলো,  উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে বি-ইউনিটের অভিযুক্ত ভর্তি জালিয়াতির প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং অপরাধী ব্যক্তির শাস্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, নিয়োগ বোর্ড, অর্থ কমিটির সভাসহ সকল প্রকার সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করতে হবে। অনুষদে উপস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ অনুযায়ী যোগ্য এবং একমাত্র যোগ্য শিক্ষককে ডীন ও বিভাগে উপস্থিত যোগ্য শিক্ষককে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ ব্যত্যয় করে যে সকল বিভাগে বিভাগীয় প্রধান নিযুক্ত করা হয়েছে সে সকল ক্ষেত্রে নিয়োগপত্র সংশোধন করতে হবে, এবং আইন অনুযায়ী উক্ত পদে পুনঃনিয়োগ দিতে হবে।