• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বেরোবিতে অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতার জন্য জরুরি নির্দেশ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতার জন্য জরুরি নির্দেশ দেয়া হয়েছে। এক জরুরি নোটিশের বিবৃতিতে হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে জানানো হয়, যারা এখনো আবাসিকতার ফরম পূরণ করেনি তাদেরকে আগামী ১০-০৯-১৯ইং তারিখের মধ্যে আবাসিকতার ফরম পূরণ করতে হবে। আর যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদেরকে উক্ত তারিখের মধ্যে হল ত্যাগ করতে হবে।

 যদি কেউ এই আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

উল্লেখ্য, পূর্বেও বেশ কয়েকবার অনাবাসিকদের আবাসিকতার জন্য নির্দেশ দেয়া হয়েছিল।