• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবিতে বৈধভাবে বিভাগীয় প্রধানের দাবি শিক্ষার্থীদের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগের যোগ্য শিক্ষক থাকা সত্বেও ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ অবৈধভাবে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণের প্রতিবাদে এবং বিভাগের শিক্ষককে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন- বিভাগের যোগ্য শিক্ষক থাকা সত্বেও ভিসি নিজেই বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়ে বিভাগকে নিয়ে টালবাহানা শুরু করেছেন। যা কখনোই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না।

বক্তারা আরো বলেন-  এর আগে একবার বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়ে জার্নাল প্রকাশের নামে বিভাগ কে অর্থনৈতিক ভাবে পংগু করে দিয়েছেন ভিসি। অনতিবিলম্বে বিভাগের শিক্ষক থেকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি সফলভাবে লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের মেয়াদ পূর্ণ করেন ওই বিভাগের শিক্ষক যুবায়ের ইবনে তাহের। এরপর ভিসি নিজে বিভাগটির বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণে সম্মতি জ্ঞাপন করে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৭ সালেও ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ জোরপূর্বক বিভাগীয় প্রধানের পদ দখল করে বিভিন্ন জটিলতার সৃষ্টি করেন। শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের মুখে পড়ে ভিসি বিভাগীয় প্রধানের পদ ছেড়ে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক জুবায়ের ইবনে তাহেরকে দায়িত্ব দিতে বাধ্য হন।