• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বেরোবির সব ব্যাচের পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সব ব্যাচের পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক -স্নাতকোত্তরসহ সকল ব্যাচের পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। এসব ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে দেশের অন্তত ছয়টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। আন্দোলনের মুখে সব ধরণের পরীক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো শিক্ষা মন্ত্রণালয়।