• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বেরোবির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ শুভেচ্ছা বাণী পড়ার মাধ্যমে পৃথক দুই দিনের কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এ সময় কেক কাটাসহ প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষ রোপণ করা হয়। দিনটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রেডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘সবকিছু মিলে বিশ্ববিদ্যালয়টিকে অঞ্চল ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য।’

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে শনিবার বিশ্ববিদ্যালয়টির ১১ তম বর্ষ পেরিয়ে ১২ তম বর্ষে পদার্পণ করে। শনিবার সরকারি ছুটি থাকায় দিবসটি উপলক্ষে আগামী ১৬ অক্টোবর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।