• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ব্যবসায়ী কোপানোর ঘটনায় রংপুরে গ্রেফতার -৩

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

রংপুর নগরীর চারতলা মোড়ে চাঁদা না দেয়ায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার মামলায় রংপুর মে্েরটাপলিটন পুলিশ বদরগঞ্জ উপজেলার দূর্গম এলাকা থেকে ৩ জন কে গ্রেফতার করেছে।

সোমবার বিকাল ৪ টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।


সংবাদ সম্মেলনে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ মিয়া জানান, গত ২২ জানুয়ারী নগরীর চারতলা মোড়ের বিকাশ ব্যবসায়ী রায়হানুল কবির কাছে ৫ হাজার টাকা এলাকার চিহিৃত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ওই দিন রাতে মৎস্য ভবেন সামনে রাত ১১ টায় রিক্সা থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতারী মার ডাং করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তার্ত জখম করে।

এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে রোববার দুপুর ২টা থেকে দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় দোকান মালিক সমিতি।


মামলাটি আমাদের চৌকস অফিসার এসআই খায়রুল ইসলাম কে দায়িত্ব দেয়া হলে তিনি এবং তার সঙ্গীয় ফোর্স আসামী নগরীর কলেজ রোড বনানী পাড়ার হাফিজ মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৮), কালিম মিয়ার ছেলে বিকি মিয়া (২৮) ভ’ট্টু মিয়ার ছেলে রকি (২৭) কে বদরগঞ্জ উপজেলার দূগম এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওসি আব্দুর রশিদ মিয়া আরও বলেন, আমরা মাদক এবং চাঁদা বাজদের নিমূল করতে বদ্ধ পরিকর। সেজন্য এই মামলাটি আমরা গুরুত্বের সাথে দেখিছি।