• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ব্রাজিলের প্রেসিডেন্ট ফের বিতর্কে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০১৯  

ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এবার তার নিশানায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলে। মিশেল ব্রাজিলের পুলিশের হাতে অগুনতি হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাতেই চটে গিয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো।

সম্প্রতি আমাজনের আগুন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বোলসোনারো। এবার চিলির প্রাক্তন বামপন্থি প্রেসিডেন্ট মিশেল তার দেশের পুলিশ নিয়ে প্রশ্ন তোলায় ক্ষিপ্ত বোলসোনারোর দাবি, ম্যাক্রোঁর পথেই হাঁটছেন মিশেল।

জেনিভায় সম্প্রতি এক অনুষ্ঠানে মিশেল বলেছিলেন, ‘রিয়ো ডি জেনেইরো আর সাও পাওলোতেই শুধু ১২৯১ জনকে মেরেছে পুলিশ। এটা হয়তো পুলিশের কাজ ছিল, তবু গত বছর এই ভাবে মারার হার অন্তত ৫ শতাংশ কম ছিল। ইদানীং ব্রাজিলে গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে আর মানবাধিকার রক্ষার জন্য যারা আন্দোলন করেন, তাদের উপরে পরিকল্পিত হামলা বাড়ছে। নাগরিক সমাজের ওপরে নেমে এসেছে নিষেধ। আক্রমণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানেও।’

চিলির একনায়ক শাসক অগুস্তো পিনোশের আমলে নিগ্রহের শিকার হয়েছিলেন মিশেলের বাবা আলবার্তো ব্যাচেলে এবং মিশেল নিজেও। সেই পিনোশের প্রশংসায় বোলসোনারো পরে বলেন, ‘মিশেল বলছেন, ব্রাজিলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। উনি ভুলে যাচ্ছেন, ওর দেশটাও নয়া কিউবা হয়ে যেত যদি বামেদের নিয়ন্ত্রণের সাহস ওদের (পিনোশে প্রশাসন) না থাকত।’