• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে সিলগালা ও মালামাল জব্দ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় অবৈধভাবে অটোরিকশা তৈরি ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে সিলগালা ও মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান চালান ইউএনও পঙ্কজ বড়ুয়া ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান।

ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, বিকেলে অটোরিকশা অবৈধভাবে তৈরি ও বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুহিলপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোনো ধরনের লাইসেন্স না থাকায় ও অবৈধ অটোরিকশা মজুত রাখার দায়ে মেসার্স বিসমিল্লাহ মর্টস ও বাবুল মর্টস নামে দুই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়। এছাড়াও মেসার্স বিসমিল্লাহ মর্টসের ১৬টি অটোরিকশা, ১০০টি ইজিবাইক ও ৪০০টি রিকশার টায়ার ও বাবুল মর্টসের আটটি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরো জানান, সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্দেশ্যে এরইমধ্যে অটোরিকশা, টমটম চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।