• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ব্রিটেনে অনুমোদনের অপেক্ষায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

নিজেদের তৈরি করোনাভাইরাসের টিকা অনুমোদনের জন্য যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগে আবেদন জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক বলেছেন, ব্রিটেনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা'র তৈরি টিকা এরই মধ্যে অনুমোদনের জন্য নথিপত্র জমা দেওয়া হয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এটা টিকা তৈরি হওয়ার পরের ধাপ। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার ওপর তার দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে ব্রিটেনে ফাইজার/বায়োএনটেকের তৈরি টিকা অনুমোদন দেওয়া হয়। গত মাসে অনুমোদনের পর নাজুক পরিস্থিতিতে থাকা জনগণের জন্য পাঁচ লাখ ডোজ নিয়েছে ব্রিটেন।

ব্রিটেনের বেশিরভাগ টিকার প্রয়োজন অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকা দ্বারা পূরণ করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, এরই মধ্যে সরকার  ১০ কোটি ডোজ নেওয়ার ব্যাপারে রাজি হয়েছে।