• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভলিবলে মেয়েদের হারের দিনে ছেলেদের জয়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ-নেপাল ম্যাচের একটি মুহূর্তএসএ গেমসের ভলিবলে মেয়েদের ইভেন্টে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সাফল্য এসেছে ছেলেদের ইভেন্টে। জয় দিয়ে নেপালের এসএ গেমস শুরু করেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।

১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের এসএ গেমস। তবে ভলিবল শুরু হয়ে গেছে আজ (বুধবার) থেকেই। দিনের শুরুতে বাংলাদেশের মেয়েরা হেরে যায় স্বাগতিক নেপালের কাছে। তবে ছেলেদের ইভেন্টে সেই নেপালকে হারিয়েই হতাশা দূর করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের ৩-২ সেটে হারিয়ে শুরুটা জয়ে রাঙিয়ে নিয়েছে বাংলাদেশের ছেলেরা।

পাঁচ সেটের লড়াইয়ে প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। যদিও পরের সেটেই ঘুরে দাঁড়ায় ২৫-২৩ পয়েন্টের জয়ে। তৃতীয় সেটে আবারো হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা ১৯-২৫ ব্যবধানে। এরপর আর ভুল করেনি, চতুর্থ সেট ২৬-২৪ পয়েন্টে জিতে সমতায় ফিরে জয় নিশ্চিত করে তারা ১৫-১২ ব্যবধানে পঞ্চম সেট জিতে।

জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশে মুখোমুখি হবে ভারতের।