• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ভারত জয় করতে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হারলেও টি-টোয়েন্টিতে বেশ নাড়া দিয়েছিল টাইগাররা। এবার ভারতকে দেখিয়ে দেবার সময় এসেছে। আর তাই সাকিবের নেতৃত্বে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড(বিসিবি)।

বৃহস্পতিবার ( অক্টোবর ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্য দল ঘোষণা করে বিসিবি।

দলে সুযোগের অপেক্ষায় নাঈম শেখ। আর সাড়ে তিন বছর পর জাতীয় দলে ডাক পেলেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। বাদ পড়েছেন মিরাজ, সাব্বির ও রুবেল হোসেন। 

সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন এ দুজন। সে আসরে পাকিস্তানের বিপক্ষে আরাফাত সানি ও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন আল আমিন।

এরপর জাতীয় দলের কোনো ফরম্যাটেই খেলতে পারেননি তারা। আর নাঈম শেখ ত্রিদেশীয় সিরিজেও ডাক পেয়েছিলেন তবে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি এ বাঁহাতি ব্যাটসম্যানের।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ০৭ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটের সৌরসত্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর। প্রতিটি ম্যাচ ই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।