• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ভারত থেকে চোরা পথে আসা ৮ লক্ষ ৬৪ হাজার টাকার কচ্ছপের শুটকি আটক

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

ফুলবাড়ী ২৯ বিজিবি দাইনুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৮ লক্ষ ৬৪ হাজার টাকার ভারত থেকে চোরা পথে আসা ৪৮ কেজি কচ্ছপের শুটকি আটক করে।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) গত ২২ আগস্ট রাত্রি ১টায় গোপন সূত্রের সংবাদ পেয়ে ২৯ বিজিবি’র আওতায় দাইনুর ক্যাম্পের দায়িত্বরত হাবিলদার তায়েজ উদ্দিন কে টহল দল নিয়ে দাইনুর সীমান্ত এলাকার সোনাহার পাড়া এলাকায় যাওয়ার নির্দেশ দেন। বিজিবির টহল দল ঐ এলাকায় গিয়ে ওৎ পেতে থাকলে চোরাকারবারীর একটি দল কিছু বস্তা নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় দাইনুর বিওপির টহল দল বস্তাগুলি উদ্ধার করে ক্যাম্পে এনে তল্লাশী করে ৪৮ কেজি চোরাপথে আসা ভারতীয় কচ্ছপের শুটকি উদ্ধার করে। যাহার মূল্য ৮ লক্ষ ৬৪ হাজার টাকা।

আটকের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শরীফ উল্লাহ্ আবেদ (এসজিপি) এর সাথে কথা বললে তিনি সাংবাদিককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাইনুর বিওপি টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা কচ্ছপের শুটকি আটক করে। তবে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ কল্পে বিজিবি সদাশয় টহল জোরদার রেখেছে।