• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভারতকে হারানোই তপু বর্মণের লক্ষ্য

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২১  

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে ডিফেন্ডার তপু বর্মণের গোলে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। 
বৃহস্পতিবার কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। আফগানদের কাছে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল লাল-সবুজরা। বাছাইয়ের ‘ই' গ্রুপে ৬ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় ড্র। পয়েন্টও ২। 

আগামী ৭ জুন বাছাই পর্বের অপর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।  সবশেষ ভারতের বিপক্ষে কলকাতার সল্টলেকে ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল জেমির দল।

তবে এবার তপু বর্মণের লক্ষ্য, ভারতকে হারানো। ম্যাচের পর প্রতিক্রিয়ায় তপু বর্মণ বলেছেন, কোচ বলেছেন, আফগানদের সঙ্গে ড্রয়ে খুশি হওয়ার মতো কিছুই হয়নি। আরো খেলা আছে। আমাদের লক্ষ্য এখন ভারতকে হারানো। হাতে তিন দিন সময় আছে, ভারত ম্যাচ নিয়ে কাজ করতে হবে।

আফগানিস্তান ম্যাচে পয়েন্ট অর্জনের কৃতিত্ব কোচ জেমি ডেকেও দিতে হবে। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে ম্যাচে অলআউট কৌশল নেন জেমি ডে। পাঁচজনকে বদল করে মাঠে নামান মানিক হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ জুয়েল, মেহেদি হাসান ও রিমন হোসেনদের। 

এই তরুণ ফুটবলাররা আফগানদের চেপে ধরে। ম্যাচের ৮৪তম মিনিটে মানিকের লম্বা পাস হেড করে বক্সের মধ্যে রিয়াদুল হাসান নামিয়ে দিলে চকিতে ঘুরে ডান পায়ের শটে গোলটি করেন তপু বর্মণ।