• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভারতে করোনায় রেকর্ড একদিনে দুই লক্ষাধিক আক্রান্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। এই প্রথমবারের মতো ভারতে একদিনে আক্রান্ত দুই লাখ পার হয়েছে। 

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৩৯ জন। এর জেরে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।

এদিকে জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে গতকাল ১৪ এপ্রিল ভারতে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৯৯ হাজার ৫৬৯ জন এবং মারা গেছে এক হাজার ৩৭ জন।

করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে ভারতে একদিনে আক্রান্ত এক লাখ পার হয়নি। এ বছর ৫ এপ্রিল প্রথমবার একদিনে এক লাখ পেরিয়েছিল ভারতের দৈনিক সংক্রমণ। 

এরপর গত ১১ এপ্রিল দেড় লাখ পার হয় দৈনিক সংক্রমণ। আজ ১৫ এপ্রিল দুই লাখ পেরিয়ে গেল। মাত্র ১০ দিনের মধ্যে ভারতে এক দিনে সংক্রমণ দ্বিগুণ হলো। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ যে আরো বড় আকারে এসেছে, তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছে এক লাখ ৭৩ হাজার ১৫২ জন। অন্যদিকে বিশ্বে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ২৩৫ জন এবং মারা গেছে ২৯ লাখ ৮৫ হাজার ছয়শ ৩৫ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে।