• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ভারতে রোলবল ওয়ার্ল্ডকাপ খেলতে দিনাজপুরের ৬ ছাত্রীর ঢাকায় রওনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের ৬ন জন ছাত্রী ভারতের চেন্নাই শহরে রোলবল পঞ্চম ওয়ার্ল্ডকাপ খেলতে ঢাকায় রওনা দেয়।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় রোলার স্কেটিং এসোসিয়েশনের ৬ জন ছাত্রী ইসরাত জাহান রুসা, নওসিন তাবাসসুম, বর্ষা আক্তার, আইরিন আক্তার, বৃষ্টি রানী রায় ও তমালিকা সুমনা রোলবল পঞ্চম ওয়ার্ল্ডকাপ ভারতের চেন্নাই শহরে খেলতে যাওয়ার পূর্বে জেলা প্রশাসকের সঙ্গে মত বিনিময় করেন।

দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সভাপতি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, রোলবল খেলায় মেয়েরা অন্যান্য জেলার তুলনায় অনেক ভাল করছে। আমার বিশ্বাস তারা ভারতের চেন্নাই শহরে রোলবল ৫ম ওয়ার্ল্ডকাপ সুনামের সাথে খেলে গৌরব অর্জন করবে। এসময় প্রশিক্ষক মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী বাবু ও উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়া সংগঠক আল মামুন উপস্থিত ছিলেন।