• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভিয়েনায় `বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট` উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

অস্ট্রিয়ার ভিয়েনায় চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার (১৭ মার্চ) টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

দূতাবাস সূত্র জানায়, ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে দূতাবাস মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।

দূতাবাস সূত্র জানিয়েছে, মুজিববর্ষ উপলক্ষে দূতাবাসের গৃহীত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। টুর্নামেন্টের বিস্তারিত পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস জানাবে।