• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ভিসা জালিয়াতি: যুক্তরাষ্ট্রে ৩ চীনা নাগরিক গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২০  

ভিসা জালিয়াতি ও তথ্য লুকানোর অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। গ্রেফতারকৃতরা চীনের সশস্ত্র বাহিনীর সদস্য। অপর একজনকে গ্রেফতারের চেষ্টা করছে।

সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, সন্দেহভাজন চতুর্থ জন যে এখনো গ্রেফতার হয়নি তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে চীনা কনস্যুলেটে আত্মগোপনে থাকতে পারেন বলে সন্দেহ এফবিআইয়ের। এছাড়া চীনা সামরিক বাহিনীর সঙ্গে অঘোষিত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে এমন চীনা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই।

তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা চীনের সশস্ত্র বাহিনীর সদস্যপদের ব্যাপারে মিথ্যাচার করেছে।

মার্কিন কৌসুলিঁরা বলছেন, যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর বিজ্ঞানীদের পাঠানো নিয়ে চীনা পরিকল্পনার অংশ এটি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সত্যিকার পরিচয় গোপন করে চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা গবেষণা সংক্রান্ত ভিসার এসব আবেদন করেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যাটর্নি জন সি ডেমার্স আরো বলছেন, এছাড়া এটা হলো আমাদের উন্মুক্ত সমাজ ব্যবস্থার সুবিধা নিয়ে এবং অ্যাকাডেমিগুলোর প্রাতিষ্ঠানিক অপব্যবহারের লক্ষ্যে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেয়া পরিকল্পনার অংশও।

চীনের একজন বিজ্ঞানী সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা এবং হাউস্টনে দেশটির কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয়ার পর এই গ্রেফতারের ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব চীনা বিজ্ঞানী পরিচয় গোপন করে তাদের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি করছে।

উল্লেখ্য, বাণিজ্য, করোনাভাইরাস মহামারি এবং হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার চীনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন।