• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ভুটানকে হারিয়ে কিশোরদের সাফ সূচনা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯  

জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এর সূচনা করলো বাংলার কিশোররা। 

শুক্রবার ভারতের কল্যানীতে বাংলাদেশের কিশোররা ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে ভুটানকে।

ভারতের কল্যাণী স্টেডিয়ামে দুপুরে শুরু হয় ম্যাচটি। ১৫ মিনিটে আল মিরাদের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। অবশ্য গোলরক্ষকের ভুলে ২১ মিনিটে সমতায় ফেরে ভুটান। তবে ব্যবধান বাড়াতেও দেরি করেনি রাকিবরা। আল আমিনের গোলে আবার লিড নেয় বাংলাদেশ। এবারও গোলরক্ষক সাব্বির গাজীর ভুলে সমতায় ফেরে ভুটান। তবে থেমে থাকেনি দেশের যুবারা। প্রথমার্ধেই শুভ সরকারের গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে এসে ভুটানকে কোনো সুযোগ দেয়নি বাংলার কিশোররা। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মিরাদ। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে তখন ব্যবধান ৫-২ করেন বদলি হিসেবে মাঠে নামা ইমন ইসলাম বাবু। ফলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার কিশোর ফুটবলাররা। লিগ ভিত্তিতে হচ্ছে টুর্নামেন্ট। 

২১ তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে ৫-০ ব্যবধানে উড়িয়ে মিশন শুরু করেছে স্বাগতিক ভারত। অন্যদিকে ভুটানকে হারিয়েছে লঙ্কানরা। বাংলাদেশের পরের তিন ম্যাচ চলতি মাসের ২৫ তারিখ লঙ্কানদের বিপক্ষে, ২৭ তারিখ নেপালের সঙ্গে ও ২৯ তারিখ ভারতের সঙ্গে। খেলা হবে একই ভেন্যুতে।