• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ভূরুঙ্গামারীতে ভূয়া চিকিৎসককের কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ভূয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর পুত্র আসাদুজ্জামান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণকে প্রতারণা করে আসছিলো। ভুয়া এ চিকিৎসক তার চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করে আসছিলো।

মঙ্গলবার দুপুরে স্থানীয় থানা পুলিশ রোগী সেজে তার চেম্বারে গিয়ে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নি¤œমানের ঔষধসহ তাকে চেম্বারে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রমান পায়। পরে সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঐ ভূয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারা দন্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।