• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভেজাল বিরোধী অভিযানে সৈয়দপুরে দুই প্রতিষ্ঠানের জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

 নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার(২৯ নভেম্বর/২০২০) বিকালে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দই ঘর প্রতিষ্ঠানে পোড়া তেল দিয়ে রান্না করা এবং উৎপাদিত দইয়ে বিএসটিআই'র লোগো, উৎপাদন ও মেয়াদাত্তীর্ণের তারিখ না থাকায় হোটেল মালিক বিধান চন্দ্র ঘোষের ১০ হাজার এবং বাস টার্মিনাল শুটকি আড়ত এলাকায় পুস্প বেকারিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী, আয়োডিনবিহীন লবন এবং স্যাকারিনসহ নিম্নমানের উপকরণ বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক ছোটন মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রান্না করার উপকরণ পোড়া তেল নর্দমায় ও নিম্নমানের উপকরণগুলি ধংস করা হয়।


উক্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর ও নীলফামারী জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক বোরহান উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সহকারি পরিচালক মো. হালিমুজ্জামান, সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অহিদুল হক, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার প্রমুখ।