• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মঙ্গলবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে আগেই। ভারতের সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। একই দলের সঙ্গে ফাইনাল নিশ্চিত থাকায় ম্যাচটিকে ড্রেস রিহার্সেল হিসেবেই নেয় দুদল। এমন ম্যাচে জেতেনি কোন দল। দেখেনি হারের মুখও। ড্র নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ ও ভারতের অনুর্ধ্ব-১৫ কিশোরীরা। তবে তুলনামূলক শক্তিশালী ভারতের বিপক্ষে এমন পারফরম্যান্স তাদেরকে রুখে দেয়ার মতোই। ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।

সর্বশেষ আসরের ফাইনালেও খেলেছে ভারত ও বাংলাদেশ। সে ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ম্যাচের ২৪তম মিনিটে আমিশার গোলে লিড নেয় ভারত। ওরানের ক্রসে বক্সের ভেতরে আনমার্ক থাকা আমিশা বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাঘিনীদের। মাত্র দুই মিনিট পরেই স্বপ্না রানির গোলে সমতায় ফেরে বাংলাদেশ। রুমি আক্তারের থ্রু থেকে গোল করেন স্বপ্না। ম্যাচের বাকি সময় আরো কিছু সুযোগ তৈরি হলেও কোনো দলই কাজে লাগাতে পারেনি। ফলে এক এক সমতায় শেষ হয় ম্যাচটি। 

চার দলের এই প্রতিযোগিতায় দুটি করে জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ভারতও সমান পয়েন্ট নিয়ে উঠেছে ফাইনালে। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দু’বছর আগে ঢাকায় অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। গেল বছর নেপালে কাছে গিয়েও ছোঁয়া হয়নি সোনালী সেই ট্রফি। অল্পের জন্য হেরে যেতে হয় ভারতের কাছে। তবে এবার সেই ট্রফি পুনরুদ্ধার করতে চায় মারিয়াদের উত্তরসূরীরা।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত।