• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মঞ্চেই মারা গেলেন ভারতীয় কমেডিয়ান মঞ্জুনাথ নাইডু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

মঞ্চে কৌতুক পরিবেশন করতে করতেই প্রাণ গেল ভারতীয় কমেডিয়ান মঞ্জুনাথ নাইডুর। দুবাইয়ে একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় মৃত্যুবরণ করেন ৩৬ বছর বয়সী জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। 

জানা গেছে, দুবাইয়ের দু’ঘণ্টার কমেডি শো-তে তিনিই ছিলেন প্রধান চমক। স্ট্যান্ডআপ অভিনয় করার সময় হঠাৎ করেই অসস্তি হচ্ছিলো তার। সবাইকে তার সমস্যার কথা বলতে বলতে একটি বেঞ্চে বসেও পড়েন তিনি। পরে স্টেজের উপর লুটিয়ে পড়ে মারা যান। দর্শক প্রথমে সেটিকে অভিনয়ের অংশ মনে করে হাসতে শুরু করেছিলেন।

বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। কমেডি সার্কেলে মঞ্জুনাথ বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন।

কমেডি ও অভিনয় খুবই ভালোবাসতেন। শেষ ৪-৫ বছর ধরে দুবাইতেই ছিলেন তিনি। দ্য কোর্টইয়ার্ড প্লেহাউজে নিয়মিত পারফর্ম করতেন তিনি। তার পরিবার ও বন্ধুরা গভীরভাবে শোকাহত। দুবাইতেই তার শেষকৃত্য করা হবে।