• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মশক নিধনে ফগার মেশিন হাতে নিয়ে নীলফামারী পৌর মেয়র

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

নীলফামারী পৌরসভার উদ্যোগে জেলা শহরে মশক নিধন কর্মসুচী শুরু হয়েছে। সোমবার (০১মার্চ) বিকাল ৪টায় শহরের পিটিআই মোড় থেকে আনন্দবাবুর পুল সড়কের ড্রেনে নিজ হাতে ফগার মেশিন নিয়ে মশক নিধন কর্মসুচীর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সভাপতি ও মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব'র সভাপতি দেওয়ান কামাল আহমেদ। 

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, মশার বংশবৃদ্ধি রোধ এবং মশক নিধনে কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে অন্যান্য বছরের মত এবারো। পৌরসভা করবে কিন্তু পাশাপাশি নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবসীর সহযোগীতা প্রয়োজন। তাহলে মশার উৎপাত কমবে এবং ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর বাদশা আলমগীর, কাউন্সিলর কলিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মরতুজ আলী উপস্থিত ছিলেন। 

পৌরবাসী জানান, আওয়ামীলীগ নেতারা সবসময় মানুষের পাশে থাকেন। শীত, বর্ষা সব সময়েই জনগণের পাশে তাদের সরব উপস্থিতি লক্ষ করা যায়।