• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মা ও শিশু মৃত্যু রোধে সভা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

গ্লোবাল অ্যাফোয়ার্স কানাডার অর্থায়নে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের সাথে বাস্তবায়িত শো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে৷

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ল্যাম্পের আয়োজনে সৈয়দপুর উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সকাল ১১ টায়।

এতে বিপ্লবী রানী দে রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল এর কমিউনিকেশনস স্পেশালিষ্ট,  প্রতিবেদন উপস্থপনা করেন ৷ সভায় জানান হয়, ২০১৬ সাল থেকে শো প্রকল্প সৈয়দপুর উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধে কাজ করে আসছে৷

শো প্রকল্প নীলফামারী জেলার মোট ৫৯ টি কেন্দ্রে মা ও শিশু স্বাস্হ্য সেবা প্রদান করছে৷

স্বাস্হ্য কেন্দ্রে দুইজন করে প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ সিএসবিএ রয়েছে স্বাস্হ্যকেন্দ্রে অবস্হান করে নিরাপদ প্রসব নিশ্চিত করার কাজ করেন৷

এছাড়াও নিরাপদ প্রসব সম্পর্কে সচেতন করতে গ্রাম পর্যায়ে প্রতি সাত শত থেকে আটশত পরিবারের জন্য একজন স্বাস্হ্য কর্মী রয়েছে৷

১,০৭,৪৩৩ জন গর্ভবতী মা প্রসব পূর্ববতী ১৬,৬১৯ জন মা প্রসব পরবর্তী স্বাস্হ্য সেবা গ্রহন করেন। ৩,৩৬৫ জন গর্ববতী মাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেলা সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে৷

নীলফামারী জেলার সকল ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েরা বিনামূল্যে মা ও শিশু স্বাস্হ্য সেবা পাচ্ছে৷

৩,৫৮৯ জন গর্ভবতী মা প্রসব পূর্ববতীতে ৭৬৩ জন মা প্রসব পরবর্তী স্বাস্হ্য সেবা গ্রহন করেন। সৈয়দপুর উপজেলায় ৪৯৫ টি নিরাপদ প্রসব হয়েছে৷ এবং ২৫৭ জন গর্ভবতী মাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতে রেফার করা হয়েছে৷

এরপরে প্রকল্পের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়৷

সৈয়দপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা পরিমল কুমার সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন৷ সিনিয়র সাংবাদিক মো.আমিনুল হক স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন এবং অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন, প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল৷