• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

মাইক্রোবাসের ধাক্কায় উত্তরা ইপিজেডের শ্রমিক নিহত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

নীলফামারীতে মাইক্রোবাসের ধাক্কায় উত্তরা ইপিজেডের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান (২২)। সেসময় গুরুতর আহত হয়েছেন মমতা খাতুন (২০) নামে অপর এক শ্রমিক।

রোববার (২৮ জুলাই) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের ফুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত হাবিবুর জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। 

আহত মমতা খাতুনকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

মমতা নিহত হাবিবুরের চাচাত বোন এবং একই গ্রামের মজিবুল ইসলামের মেয়ে। তারা দু’জনেই উত্তরা ইপিজেডের উত্তরা সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক বলে জানায় পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, রোববার (২৮ জুলাই) সকালে হাবিবুর রহমান মোটরসাইকেলে তার চাচাতো বোন মমতাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উত্তরা ইপিজেডের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হাবিবুর।
 
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে মরদেহ হাবিবুরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।