• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মা`কে নিয়ে আলাদা বাসায় উঠেছেন এরিক এরশাদঃ নিরাপত্তা চেয়ে জিডি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

মাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কের বাড়িতে থাকতে শুরু করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। এছাড়াও তিনি নিজের এবং তাঁর মা বিদিশা এরশাদের জীবনের নিরাপত্তা চেয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ জিডি করা হয়।

গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জানান, এরিক তার মা বিদিশা ও নিজের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। তার চাচাসহ (জিএম কাদের) কেউ যেন তাদের বিরক্ত না করে, সে বিষয়গুলো জিডিতে উল্লেখ করেছেন এরিক এরশাদ।

জিডিতে এরিক এরশাদ উল্লেখ করেন, আমার পিতার মৃত্যুর পর থেকে আমার সাথে আমার চাচা ও তার অনুগতরা বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। যার ফলশ্রুতিতে গত ১৪ নভেম্বর আমি আমার মা বিদিশা এরশাদকে আমার নিজ বাড়ি প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসি।

যেহেতু আমি প্রাপ্তবয়স্ক তাই আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করতে পারি। এখন থেকে আমি ও আমার মা আমার নিজ বাড়িতে বসবাস করব।

জিডিতে এরিক এরশাদ আরও উল্লেখ করেন, আমি ও আমার মা আমার চাচা ও এর অনুগতদের নির্যাতনের হাত থেকে রক্ষা করলে চিরে কৃতজ্ঞ থাকবো।

গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর থেকে চাচা জিএম কাদেরের তত্ত্বাবধানে বাসার লোকজন এরিকের দেখাশোনা করতেন। অভিযোগ আছে, ঠিকমতো তার দেখভাল করতেন না তারা। জানা গেছে, গত বৃহস্পতিবার এরশাদের গাড়ির ড্রাইভার এরিককে গালিগালাজ করে ধাক্কা মারেন। এ সময় এরিক কাঁদতে কাঁদতে তার মা বিদিশাকে ফোন করে এখনই তার কাছে আসতে বলেন। ফোন পেয়ে প্রেসিডেন্ট পার্কে ছুটে যান বিদিশা।