• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মাছের ডিজিটাল হাট `ফিশবাংলা`র যাত্রা শুরু

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

রাজধানীসহ সারাদেশের গ্রাহকদের কাছে দেশীয় ও তাজা মাছ পৌঁছে দিতে চালু হয়েছে ‘ফিশবাংলা ডিজিটাল মাছ হাট’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। 

গত শনিবার ডেইলি স্টার সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার সূচনা করেন উদ্যোক্তারা। 

অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ফিশ বাংলা থেকে মাছ কেনা যাবে।

ফিশ বাংলার উদ্যোক্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ তৈরি করতেই ফিশবাংলার এই প্ল্যাটফর্ম। বিক্রেতার কাছে কী মাছ আছে, ক্রেতারা তা দেখে অর্ডার করলে দেশের যেকোনো প্রান্তে মাছ পৌঁছে দেওয়া যাবে। অ্যাপের মাধ্যমে গ্রাহক সরাসরি মাছ চাষির সঙ্গে যোগাযোগও করতে পারবেন। 

অনুষ্ঠানে উদ্যোক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলার মাছ চাষি ও বিক্রেতারা। ন্যায্য দামের আশায় তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বলে অনুষ্ঠানে জানান।  

উদ্যোক্তারা আরও জানান, বিভিন্ন জেলার মাছের সঙ্গে সঙ্গে কিনে সরাসরি রান্নার উপযোগী করে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিচ্ছে ফিশবাংলা। 

www.fishbangla.com ও ফিশবাংলা অ্যাপ থেকে মাছ অর্ডার দেওয়া যাবে।